নিউ ইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমেরিকায় রয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে। তিনি আমেরিকা আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভাষণ দেবেন। শেখ হাসিনার ওই সংবর্ধনায় যোগ দিতে ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন
নিউইয়র্ক গমন করেন। সেখানে শুক্রবার শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রবাসী আওয়ামীলীগ নেতাদের সাথে অংশগ্রহণ করেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন। ইতালি আওয়ামীলীগের ব্যানার শোভা পায় আমেরিকার নিউইয়র্কে।
শেখ হাসিনা হোটেল কক্ষে প্রবেশের সময় জামিল উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালি আওয়ামীলীগের পক্ষ থেকে সালাম প্রদান করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে কুশল বিনিময়
করেন। এ সময় তিনি ইটালি আওয়ামীলীগের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। পররাষ্ট্রমন্ত্রী ইতালি আওয়ামী লীগ সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর ওই নাগরিক সংবর্ধনা উপস্থিত থাকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের দিকনির্দেশনা দেবেন।
