সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ১ লাখ ৪০ হাজার দিরহাম জিতেছেন আলাউদ্দিন শাহজাহান নামে একজন প্রবাসী বাংলাদেশি। তিনিসহ ২১ জন মিলে টিকিটটি কিনেছিলেন বলে জানা গেছে।
বুধবার সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে আলাউদ্দিন শাহজাহান ১ লাখ ৪০ হাজার দিরহাম জিতেছেন। ৩০ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী শাহজাহান পেশায় একজন রাঁধুনি। ২১ জন বন্ধুর একটি দলের অংশ হিসেবে তিনি এই লটারি কিনেছিলেন।
শাহজাহান বলেন, খবরটি পেয়ে আমি আনন্দে অভিভূত হয়েছি। এটি সত্যিই একটি আনন্দের এবং আবেগঘন মুহূর্ত ছিল। তিনি আরও বলেন, পুরস্কারটি এখন কীভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তা এখনও ভাবছি।
এই ড্রতে আলাউদ্দিন শাহজাহানসহ জর্ডান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের আরও তিনজন একই পুরস্কার জিতেছেন।