ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রউফ ফকিরের জন্মদিন আজ। ইতালি আওয়ামী লীগের এই নেতার জন্মদিনে দেশ-বিদেশ থেকে বাংলাদেশীদের অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন তিনি।
শরীয়তপুরের কৃতি সন্তান জনাব রউফ ফকিরের আগামী দিনগুলো আরো সুন্দর এবং সাফল্যজনক হোক এই কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে তারা মনে করিয়ে দিয়েছেন, ইতালির রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব রউফ ফকির বিগত কাউন্সিল অধিবেশনে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জন্মদিনে ইতালি প্রবাসী বাংলাদেশীরা আছে কোথাও মনে করিয়ে দিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলছেন, ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে এই সাবেক ভারপ্রাপ্ত সভাপতির অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। শরীয়তপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তার ভূমিকাও প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশীরা। তারা তার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করেছেন।
