আবারো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ৪৮ দলের মেগা ফুটবল বিশ্বকাপ। তার আগে আগামী ১৪ জানুয়ারি ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আসবে বাংলাদেশে। এর পৃষ্ঠপোষকতায় থাকবে কোকা-কোলা।

কাতার বিশ্বকাপের আগেও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ ট্যুরে এসেছিল। তার আগে ২০১৩ ও ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়েছিল।

কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ট্রফি ট্যুর ভক্তদের খেলাটির আরও কাছে নিয়ে আসে। এটা করতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ভক্তদের ফুটবলের উত্তেজনা ও আবেগকে কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। দুই দশক ধরে কোকা-কোলা ফিফার অংশীদারিত্ব ভক্তদের কাছে পৌছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটিও বিশেষ। কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন।

দেশের ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এতে ভক্তরা ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে ঢুকে একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি ঘণ্টায় দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিততে পারবেন। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ