আফগানিস্তানে ভারি বর্ষণে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন।

ভারি বৃষ্টিতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে।

তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে যারা গেছে।

গত বছরের আগস্টে দেশটির ক্ষমতাগ্রহণ করা তালেবান সরকার দুর্যোগ মোকাকলায় হিমশিম খাচ্ছে, তারা সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা বিশ্ব সম্প্রদায়, বিশেষভাবে ইসলামিক দেশগুলোকে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের জরুরিভিত্তিতে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ