আজকের দিনে স্বাধীন দেশে মুক্ত মুজিব: প্রাণঢালা শ্রদ্ধাঞ্জলি:লুৎফর- মিন্টু

ডেস্ক রিপোর্ট: আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। আজকের এই দিনে ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার লুৎফর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বঙ্গবন্ধুর প্রতীক গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এক বিবৃতি যে তারা বলেছেন, ১৯৭২ সালের দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশে ফিরেছিলেন। স্বাধীন দেশে মুক্ত মজিবকে পেয়ে সেদিন সাড়ে সাত কোটি বাঙালি আনন্দে উদ্বেলিত ছিলেন। শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতা পাশে বঙ্গবন্ধুকে হাজারো বাঙ্গালী তৎকালীন বিমানবন্দরে বরণ করেছিলেন।
তাই আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ, এই দিনটি ঐতিহাসিক দিন। সেই সাথে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করি আজকের দিনে। যিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পদ্মা সেতু মেট্রো রেলসহ শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের পরিচিতি পাবে এটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ