মিনহাজ হোসেন, সিটি এডিটর,ইতালী: করোনা মহামারীর আগের দিনগুলো কতই না সুন্দর ছিল!
২৮ এপ্রিল ২০১৯ সালের কথা। ইতালির রাজধানী রোমে আয়োজন করা হয়েছিল বর্ষবরণ উৎসবের। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ছিল আয়োজনটি।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা নতুন বছরকে বরণ করার এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। দলমত নির্বিশেষে সাংবাদিকদের এই বর্ষবরণ উৎসবে যোগ দিয়েছিলেন ইতালি প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইউরোপে মূল ধারার সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক প্রতিনিধিরা এসেছিলেন। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক বকুল খানের নেতৃত্বে স্পেন থেকে সবচেয়ে বড় প্রতিনিধিদল সেইদিন রোমে এসেছিলেন।
আনন্দে উৎসবে কেটেছে দিনটি। সন্ধ্যায় আয়োজন ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরীর অক্লান্ত পরিশ্রম আজও মনে পড়ে।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধার লুৎফর রহমান, উপদেষ্টা, স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন আমাদের ওই বর্ষবরণ উৎসবে আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন।
নারী সংগঠনগুলো আমাদের পাশে ছিলেন। তিন বছরের বেশি সময়ের আগে দিনটির কথা বড়ই মনে পড়ে। স্মৃতির কোণে ভেসে ওঠে সেই উৎসবের
দৃশ্য গুলো।
বর্ষবরণের সেই উৎসবে যারা অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই এখন আর ইতালিতে নেই। ইতালি প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। নতুন করে সেখানে আবাস গড়েছেন। আবার অনেকেই পাড়ি জমিয়েছেন ইউরোপের অন্য দেশে। সকলের সাথে আবার এমন মিলন মেলায় হয়তো যোগ দেয়া সম্ভব হবে না। কিন্তু স্মৃতির আয়নায় ভেসে উঠবে সকলের “আসল চেহারা”। আর তখনই মনে হবে “”আগে কি সুন্দর দিন কাটাইতাম””
