আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনা করবে: অ্যাডভোকেট সালমা ইসলাম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় মহিলা পার্টির আহবায়ক এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিল উন্নয়নের স্বর্ণযুগ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিশ্বাস করতেন গ্রাম বাংলার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই তিনি গ্রাম কেন্দ্রিক প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। যার সুফল আজ গ্রাম-বাংলার মানুষ ভোগ করছে। তিনি নারী সমাজের জন্যও অনেক কাজ করে গেছেন।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তিনি বিশ্বাস করতেন, এ বিশাল জনগোষ্ঠীকে ঘরে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না। তাই তিনি পুরুষদের পাশাপাশি নারীদের সামনের দিকে এগিয়ে নিতে জাতীয় মহিলা পার্টি গঠন করেছিলেন।

সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জেলা জাতীয় মহিলা পার্টির এক কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদেরকে বুঝিয়ে জাতীয় মহিলা পার্টির পতাকাতলে নিয়ে আসা এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করা। পল্লীবন্ধুর নীতি আদর্শকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, মানুষ বিএনপি ও আওয়ামী লীগের শাসনামল দেখেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে অবস্থা! তাতে মানুষ আজ দিশেহারা। সেই দিকে সরকারের কোনো খেয়াল নেই। আর জাতীয় পার্টির শাসনামলে মানুষ কতো সুখে শান্তিতে ছিল, পেট ভরে ভাত খেতে পারতো। জাতীয় পার্টি উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য কাজ করে। শান্তি ও সমৃদ্ধির প্রতীক হচ্ছে জাতীয় পার্টির লাঙ্গল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে রাষ্ট্র পরিচালনা করবে।

গাজীপুর জেলা জাতীয় মহিলা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য ও জাতীয় মহিলা পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমা আকতার এমপি।

গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাউন্সিলর কামরুজ্জামন মণ্ডলের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য তসলিমা আকবর রুনা, জেসমিন নূর পিয়াংকা, আসমা আক্তার রুমি, পারুল বেগম, মিথিলা রুয়াজা, গাজীপুর জেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী জিন্নাত আরা, হাসিনা বেগম, ডলি আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ