ডেস্ক রিপোর্ট: আগামীকাল রোববার ইতালির অন্যতম শহর বলোনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী
মোহাম্মদ ইদ্রিস ফরাজী, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ রোম থেকে অংশ নেয়া নেতৃবৃন্দ। হাসান ইকবালের নেতৃত্বে রোববার সকাল ১১ টায় তুসকোলনা মেট্রোর উপরের সড়ক থেকে বাস ছেড়ে যাবে।
রোম থেকে যারা বলোনিয়া যাচ্ছেন তাদেরকে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে
আনকোনা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল মল্লিক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, আনকোনা মহানগর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক সোহেল মিয়ার নেতৃত্বে বিশাল এক প্রতিনিধি দল ছাড়াও অপর নেতা নূর হোসেনের নেতৃত্বে অর্থ শতাধিক নেতা বলোনিয়া আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
নূর হোসেনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী বলোনিয়া আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। শনিবার নূর হোসেনের সভাপতিত্বে আনকোনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রোমের কতিপয় ব্যক্তির চাঁদাবাজির তীব্র নিন্দা জানানো হয়। প্রকৃত আওয়ামীলীগ নেতাদের অবজ্ঞা করারও অভিযোগ আনা হয় এই সভা থেকে।
