আগামি নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে রোমকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিলেন মেয়র গুয়াল্টিয়েরি

ছবিঃ সংগৃহীত

রোমের মধ্য বামপন্থী মেয়র রবার্তো গুয়াল্টিয়েরি আগামী ২০২৭ সালের পৌর নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) ভিলা তোরলনিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, রোমের মতো একটি মহানগরীকে ‘গভীরভাবে রূপান্তর’ করতে ১০ বছরের কাজ প্রয়োজন।

মেয়রের বর্তমান কর্মকাণ্ড ও সাফল্যের কথা তুলে ধরে বলেন, বর্তমানে নির্মাণ কাজের ওপর বিশেষ জোর দিচ্ছেন এবং এর জন্য তিনি ড্রাগি ও মেলোনির সরকার থেকে প্রাপ্ত কমিশনারের ক্ষমতা ব্যবহার করছেন। তাঁর নেওয়া সাহসী পদক্ষেপগুলি সফল হয়েছে এবং “রোমে কিছুই পরিবর্তন করা যায় না” এই ধারণা ভেঙে দিয়ে প্রথম ‘দৃশ্যমান ও বাস্তব ফলাফল’ পাওয়া যাচ্ছে। তাঁর মেয়াদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ভ্যাটিকানের জুবিলি বছর উপলক্ষে নেওয়া প্রধান অবকাঠামো প্রকল্প পিয়াজা পিয়া আন্ডারপাস নির্মাণ।

গত গ্রীষ্মে সফলভাবে আয়োজিত যুব জুবিলি অনুষ্ঠানের সাফল্য নিয়েও তিনি গর্ব প্রকাশ করেন যেখানে অল্প সময়ের মধ্যে দশ লক্ষাধিক তীর্থযাত্রীকে স্বাগত জানানো হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেয়র গুয়াল্টিয়েরি তাঁর পরবর্তী মেয়াদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন: রোমা স্টেডিয়াম নির্মাণ নিয়ে বলেন, শীঘ্রই চূড়ান্ত প্রকল্পটি উপস্থাপন করা হবে তাঁর লক্ষ্য হলো ২০২৬ সালের জুনের আগে অনুমোদন প্রক্রিয়া শেষ করা। মেট্রো সি সাবওয়ে স্টেশন চালু করা, বর্জ্য থেকে শক্তি উৎপাদন কেন্দ্র- সান্তা পালম্বা এলাকায় এই কেন্দ্রটি নির্মাণ করা ও টিবার নদীকে সাঁতারের উপযোগী করে তোলা এই লক্ষ্য পূরণের জন্য তিনি আগামী পাঁচ বছর সময়সীমা নির্ধারণ করেছেন।

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুয়াল্টিয়েরি যদি ২০২৭ সালের নির্বাচনে জয়ী হন তবে তিনি মধ্য-বামপন্থী পূর্বসূরি ফ্রান্সেসকো রুতেলি (১৯৯৩-২০০১) এবং ওয়াল্টার ভেল্ট্রোনির (২০০১-২০০৮) এর পদাঙ্ক অনুসরণ করবেন যারা উভয়েই দ্বিতীয় মেয়াদের জন্য রোমের শাসনভার সামলেছিলেন।

অন্যদিকে, সাম্প্রতিক সময় অনুসারে, ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটির সাবেক সভাপতি জিওভানি মালাগো মধ্য-ডানপন্থী মেয়র প্রার্থী হিসেবে গুয়াল্টিয়েরির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন বলে জল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ