আইপিএল: আজ নিলামে যাদের নাম উঠবে

শনিবারের মতো বেঙ্গালুরুর আইটিসি হোটেল গার্ডেনিয়া আজও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।  কারণ দ্বিতীয় দিনের মতো রোববার সেখানে চলবে আইপিএল মেগা নিলামের দ্বিতীয় পর্ব।

প্রথম দিন ৯৭ জন ক্রিকেটারের নাম নিলামের টেবিলে উঠে।  সে হিসেবে আজ আরও বেশি খেলোয়ড়ের নাম নিলামে উঠবে।

মধ্যাহ্নভোজের আগপর্যন্ত তালিকার ৯৮ থেকে ১৬১ নম্বর খেলোয়াড়দের নিয়ে নিলাম হবে।  আজকের নিলাম প্রক্রিয়ার নাম—‘অ্যাকসেলারেটেড অকশান’ বা ‘ত্বরান্বিত নিলাম’।

আজ নিলামে যেসব ভারতীয় খেলোয়াড়ের নাম উঠবে

অজিঙ্কা রাহানে, কৃষ্ণপ্পা গৌতম, চেতেশ্বর পূজারা, বিজয় শঙ্কর, করন শর্মা    ভারত, সন্দ্বীপ ভারিয়ের, রিঙ্কু সিং, ধবল কুলকার্নি, পীযুষ চাওলা, জয়ন্ত যাদব, সৌরভ তিওয়ারি, নবদীপ সাইনি, ইশান্ত শর্মা, শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কল, সন্দ্বীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, খলিল আহমেদ, কেদার যাদব, জয়দেব উনাদকাট, শিভাম দুবে, মায়াঙ্ক মারকাণ্ডে, চেতন সাকারিয়া, মুরালি বিজয়, অভিমন্যু ঈশ্বরণ, হনুমা বিহারি, পবন নেগি, রাজ বাওয়া, মনোজ তিওয়ারি, অর্জুন টেন্ডুলকার, শ্রীশান্ত।

আজ নিলামে যেসব বিদেশি খেলোয়াড়ের নাম উঠবে

বাংলাদেশ – তাসকিন আহমেদ, লিটন দাস, শরীফুল ইসলাম।

অস্ট্রেলিয়া – অ্যারন ফিঞ্চ,  ক্রিস লিন, শন অ্যাবট    , জেসন বেহরেনডর্ফ, উসমান খাজা , হেইডেন কের, নাথান কোল্টার-নাইল, রাইলি মেরেডিথ, নাথান এলিস    , মোজেস হেনরিকেস , বেন ম্যাকডারমট , বেন কাটিং , জশ ফিলিপ, কেইন রিচার্ডসন , ড্যানিয়েল স্যামস, মারনাস লাবুশেন, অ্যান্ড্রু টাই, বিলি স্ট্যানলেক, অ্যাশটন আগার, ক্রিস গ্রিন, জেমস ফকনার।

শ্রীলংকা – চারিথ আসালাঙ্কা, মহীশ থিকসানা, ভানুকা রাজাপক্ষে, আকিলা দনাঞ্জয়া,    কুশল পেরেরা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দুষ্মন্ত চামিরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, মহীশ পাথিরানা, দানুষ্কা গুনাতিলাকা, আভিষ্কা ফার্নান্দো

ইংল্যান্ড – জফরা আর্চার, অ্যালেক্স হেলস, টাইমাল মিলস,সাকিব মাহমুদ, জেমস ভিন্স, এওইন মরগান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন
ডেভিড মালান, ক্রেইগ ওভারটন

ওয়েস্ট ইন্ডিজ – রভম্যান পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, এভিন লুইস, আলজারি জোসেফ, আকিল হোসেন, ফিদেল এডওয়ার্ডস, কাইল মেয়ার্স, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রাথওয়াইট, কিমো পল, শেলডন কটরেল, ওডিন স্মিথ, আন্দ্রে ফ্লেচার, শাই হোপ, রস্টন চেজ।

দক্ষিণ আফ্রিকা – রাসি ফন ডার ডুসেন, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, তাবরাইজ শামসি,    ডোয়াইন প্রিটোরিয়াস, রাইলি রুশো, জানেমান মালান, হেনরিক ক্লাসেন,

নিউজিল্যান্ড – ডেভন কনওয়ে, ফিন আলেন, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, টিম সাউদি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস,
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, ইশ সোধি, নিল ওয়াগনার, কলিন মানরো।

আফগানিস্তান – হজরতউল্লাহ জাজাই, গুলবদিন নাইব, নজিবউল্লাহ জাদরান

আয়ারল্যান্ড – পল স্টার্লিং,  জশ লিটল,

জিম্বাবুয়ে – ব্লেসিং মুজারাবানি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ