অস্ত্রোপচারে তরুণীর পেট থেকে বেরিয়ে এলো ১৫৮ ধাতব বস্তু!

প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তুরস্কের ভেন প্রদেশের ২৪ বছর বয়সি এক তরুণী।

হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জরুরি বিভাগে ভর্তি করে পাকস্থলীতে এক্স-রে করেন। কিন্তু রিপোর্ট দেখে তাদের চোখ ছানাবড়া! খবর ডেইলি সাবাহর।

তারকাঁটা, নেইল কাটার, সুঁই থেকে শুরু করে হেন ধাতব সামগ্রী নেই, যা তার পাকস্থলীতে পাওয়া যায়নি। এ ধরনের ১৫৮টি ধাতব পদার্থ বের করা হয় ওই তরুণীর পেট থেকে।

সোমবার ভেন ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ওই তরুণীর পেট থেকে এসব ধাতব পদার্থ বের করা হয়।

আড়াই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা ফল কাটার ছুরি, স্ক্রু, চাবি, সুঁই ও নেইল কাটারসহ বিভিন্ন ধাতব বস্তু বের করেন। তরুণীর অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিতিৎসকরা বলেছেন, এটি এক ধরনের মানসিক রোগ। এ কারণেই ধাতক বস্তুগুলো গিলে ফেলেছেন ওই তরুণী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ