অভিবাসন, মানব পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-ইতালি

অভিবাসন ব্যবস্থাপনা, মানব পাচার প্রতিরোধ এবং আর্থিক অপরাধ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইতালি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইতালির রোমে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে ইতালি সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি।

আলোচনায় অনিয়মিত অভিবাসন, মানব পাচার, মানি লন্ডারিং এবং অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধির মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় স্থান পায়। বৈঠক শেষে উভয় পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে একমত হয়; অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার প্রতিরোধে একটি যৌথ নিরাপত্তা সংলাপ পরিচালনা, কার্যকর পদক্ষেপ নিতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, মানব পাচার রোধে যৌথ আইন প্রয়োগকারী অভিযান পরিচালনা ও মানব পাচার মোকাবিলা, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ প্রসারের জন্য একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয় নিয়ে আলোচনা।

এছাড়াও আর্থিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ পক্ষ থেকে একটি পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) এবং একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে ফরেনসিক তদন্ত এবং সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে, ইতালি আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশের তদন্ত সক্ষমতা উন্নত করতে, বিশেষ করে আগুন সংক্রান্ত ঘটনার প্রতিক্রিয়ায়, প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে।

উভয় দেশের মন্ত্রীরা এই বৈঠককে নিরাপত্তা ও অভিবাসন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ