জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটক ও সিনেমা-দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করেন। দীর্ঘদিন পর সম্প্রতি তার অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপ পুণ্য’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমা এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* ‘পাপ পুণ্য’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
** প্রচারণার জায়গায় কিছুটা দুর্বলতা আছে বলে দেশের অনেক মানুষই জানেন না যে ‘পাপ পুণ্য’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তারপরও যারা সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে গেছেন তাদের অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন।
* একজন দর্শক হিসাবে এ সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে?
** আমার পর্যবেক্ষণ তো আমার কাছে। এটি কারও সঙ্গে শেয়ার করে লাভ নেই। আমার অভিনয় কখনোই আমার কাছে মনঃপুত হয় না। এটি শিল্পীদের একটি সহজাত বিষয়। অভিনয়ে শেষ বলে কোনো কথা নেই, ভালো অভিনয়ের ক্ষুধা তো থেকেই যায়। তবে পুরো সিনেমাটি দর্শক হিসাবে আমার কাছে ভালো লেগেছে।
* গিয়াসউদ্দিন সেলিমের সিনেমায় দীর্ঘ বিরতির পর অভিনয় করলেন। কেমন লাগছে বিষয়টি?
** একজন পরিচালক গল্পের গঠন অনুযায়ী যে কোনো শিল্পীকে দিয়ে অভিনয় করাতে পারেন, এটা তার স্বাধীনতা। মনপুরার পর তিনি আরও সিনেমা তৈরি করেছেন। কিন্তু সেগুলোতে আমাকে ডিমান্ড করেনি বলে কাজ করা হয়নি। তবে দীর্ঘ বিরতি হলেও এ সিনেমাটি সেই দূরত্ব ঘুচিয়েছে।
* আপনার অভিনীত ‘হাওয়া’ নামের আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেটি নিয়ে আশাবাদ কী?
** এটি বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত বাংলাদেশি সিনেমার যে অর্জন আছে নির্মাণ অনুযায়ী তাতে ‘হাওয়া’ নতুন মাত্রা যোগ করবে। তা ছাড়া পরিচালক মেজবাউর রহমান সুমনও বেশ মনোযোগ দিয়েই কাজটি করেছেন। সব মিলিয়ে আমি এ সিনেমার সফলতা নিয়েও আশাবাদী।
* ঈদের পর শুটিংয়ে ফিরেছেন?
** এরই মধ্যে বেশ কয়েকদিন নাটকের শুটিংও করেছি। দুটি ধারাবাহিক নাটকের কাজ আমার হাতে রয়েছে। এর মধ্যে ‘ষান্ডা পান্ডা’ নামে একটি নাটক পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু এবং ‘সরকার অ্যান্ড সন্স’ নামে আরেকটি নাটক পরিচালনা করছেন সকাল আহমেদ। দুটি নাটকেরই নাট্যকার বৃন্দাবন দাস। অল্প সময়ের মধ্যেই নাটক দুটি টিভিতে প্রচার শুরু হবে।
* কুরবানির ঈদের নাটকে কি অভিনয় করবেন না?
** তা তো করবই। তবে সেসব নাটকের শুটিং শুরু হবে আগামী মাসে। একক নাটকে খুব কম অভিনয় করছি এখন। কারণ ধারাবাহিক নাটকের শুটিংয়েই প্রচুর সময় যাচ্ছে। তা ছাড়া ওয়েবকেন্দ্রিক কাজও করেছি বেশ কিছুদিন।