অভিনয় নয়, পুরনো পেশায় ফিরতে চান হাসান মাসুদ

সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিক হিসেবে কাজ করেছেন হাসান মাসুদ। এরপর সাংবাদিকতা ছেড়ে ক্যারিয়ার গড়েন অভিনয়ে। বলতে গেলে, এই তিন পেশাতেই সফল তিনি। তবে হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেতা। এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার। এরই মধ্যে হাসান মাসুদ জানালেন, ফের পুরনো পেশায় ফিরতে চান তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন ঘুরি-ফিরি আর খাই। অভিনয় করি না, টুকটাক বিজ্ঞাপনের কাজ করি।’

হাসান মাসুদ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন বিবিসিতে কাজ করার। সেটা পূর্ণ হয়েছে। তাই জীবন বা পেশা নিয়ে কোনো আক্ষেপ নেই তার।

তিনি বলেন, ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল- একসময় বিবিসিতে কাজ করব। সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে। ফলে জীবন নিয়ে এখন আমি খুব একটা অভুক্ত থাকি না। সাংবাদিকতা না করলেও সেটা এখনো ধারণ করি। আমি চেষ্টা করছি সামনে আবার সাংবাদিকতায় ফিরে যাব।’

অভিনয় পেশা তাকে বেশি পরিচিত করলেও সাংবাদিকতাকে তিনি বেশি মিস করেন। তাঁর কথায়, ‘হ্যাঁ, অভিনয় আমাকে বেশি পরিচিতি দিয়েছি ঠিকই কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে। আমার নিজস্ব তো একটা পছন্দের ব্যাপার আছে। তো সেই পছন্দ থেকে আমি সাংবাদিকতাকে বেশি এগিয়ে রাখবো।’

গেল মাসে হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছিলেন। এছাড়া মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছিল। ২৭ অক্টোবর
থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি মাসের ১৬ তারিখে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অসুস্থতা পরবর্তী নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানালেন হাসান মাসুদ।

তাঁর কথায়, ‘এখন আমি তো একটা মাইল্ড স্ট্রোক থেকে নতুন জীবন লাভ করলাম। এই মাসের ১৬ তারিখে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তো এখন আল্লাহ তাআলা আমার জন্য যা রাখছেন তাই করব। তবে আমার ইচ্ছা আছে আমি কোনো একটি গণমাধ্যমে হেড অব নিউজ হিসেবে কাজ করবো।’

প্রসঙ্গত, কর্মজীবনে হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন।

হাসান মাসুদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ