অভিনন্দন, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত একজন কাজী এনায়েত উল্লাহ

হাসান মাহমুদ: দক্ষতা, যোগ্যতা এবং সমাজসেবায় এক পরিপূর্ণ মানুষ কাজী এনায়েতুল্লাহ ইনু। দশ বছর আগে ইউরোপে সর্ববৃহৎ বাংলাদেশি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-
আয়েবার মহাসচিব পদে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি। কদিন আগেই ছিল তার জন্মদিন। আর এই দিনটিতে তার ভক্ত সমর্থক এবং অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। কাজী এনায়েতুল্লাহ
অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের তৃতীয় গ্র্যান্ড কনভেনশনে আবারো মহাসচিব পদে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত ঐ কনভেনশনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই নেতা প্রবাসী বাংলাদেশীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন।শুধু সংগঠনের সদস্য বা কর্মকর্তারা নন, ইউরোপে বসবাসকারী সাধারণ প্রবাসী বাংলাদেশীদেরও একজন প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। যে কোন দেশেই তার নাম আজ ছড়িয়ে পড়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি প্রবাসী বহু বাংলাদেশীর সাফল্যের পেছনেও রয়েছে তার হাত। তাইতো তিনি এত জনপ্রিয়।তার জন্মদিনে শুভাকাঙ্ক্ষীরা এই নেতার দীর্ঘায়ু কামনা করেছেন, কামনা করেছেন তার সাফল্য এবং প্রবাসীদের কল্যাণে যাতে তিনি তার মেধা যোগ্যতা এবং সাহসের পরিচয় দিয়ে কাজ করে যেতে পারেন সে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে। সেই দিনটিকে মনে করে বাংলাদেশিরা সারা জীবন তাকে স্মরণ করে যাবে এ প্রত্যাশা আমাদেরও।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ