ডেস্ক রিপোর্ট:ইতালি প্রবাসী কলাম লেখক সাংবাদিক এবং বুদ্ধিজীবী মাস্টার আবুল বাশার মালত তার জীবনের ভালবাসা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্বদেশ পত্রিকার পাঠকদের জন্য চমৎকার এই লেখাটি প্রকাশ করা হলো:“” আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার বয়সে অনেককেই ভাল লেগেছিল, মনে মনে ভালবেসে ছিলাম! কিন্তু সাহস করে বলতে পারি নাই – আমি তোমাকে ভালবাসি!! আমার সেই অব্যক্ত ভালবাসা নিভৃতেই বিলীন হয়ে গেছে, কোন স্বাক্ষী নাই, আমার নষ্টালজিয়া ব্যতীত।
কিন্তু দুঃসাহস করে একজনকে বলেছিলাম তোমাকে ভালবাসি!! আমার সেই ভালবাসার, ভাল লাগার মানুষটি – যাকে কবি সাহিত্যিকগন জীবনের অর্ধেক অঙ্গ মানে অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছেন, সেই অর্ধাঙ্গিনী আজ রূপকথার শাকচুন্নী হয়ে প্রতিনিয়ত আমার ঘাড় মটকে যাচ্ছে। তার কাছে হিসাব দিতে হয় আমি ঠিকমতো খেলাম কিনা? কোন পোষাকে আমাকে স্মাট লাগে? আমার শরীর খারাপ কিনা? কেউ আমাকে আন্ডার স্টেমেট করলো কিনা? তার ইচ্ছার বিপরীতে চললেই আমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। এমনো হাজারো অত্যাচারের মাঝে, আমার মনে হয় আমি তাকেই অনেক ভালবাসি!!! সে ছাড়া আমার জীবনটা হয়তো একটা শুষ্ক মরুভূমি হয়ে যেত, হাজারো বৃষ্টিপাতে আমার হৃদয়ের জমিতে একটি ভালবাসার ঘাষ ও জন্মাতো না।
যে আমাকে বাবা ডাক শোনার, বাবা হওয়ার জন্য সহযোগিতা করেছে, আমি তাকেই ভালবাসি, তাকেই ভালবাসবো, যতদিন এই দেহে প্রান আছে।
অনেক অনেক ভালবাসি তোমাকে, যাকে আমার সন্তান মা বলে ডাকে!!! “”
