অনুসন্ধানী সাংবাদিক সিগফ্রিডো রানুচ্চির গাড়িতে বোমা হামলায় মেলোনির তীব্র নিন্দা

ইতালির অন্যতম প্রধান অনুসন্ধানী সাংবাদিক সিগফ্রিডো রানুচ্চির গাড়ির নিচে একটি বিস্ফোরক ডিভাইস রেখে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রাতে তাঁর বাড়ির বাইরে রাখা অবস্থায় এটি বিস্ফোরিত হয়। এই হামলায় রানুচ্চির গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পাশের একটি পরিবারে গাড়ি ও বাড়িতেও ক্ষয়ক্ষতি হয়। তবে, এই ঘটনায় কেউ আহত হননি।

এই ঘৃণ্য ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সাংবাদিক রানুচ্চির প্রতি তাঁর সংহতি প্রকাশ করেন এবং এটিকে তাঁর ওপর “সহিংস এক গুরুতর ভীতি প্রদর্শনের কাজ” বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে মেলোনি বলেন, “তথ্যের স্বাধীনতা এবং নিরপেক্ষতা আমাদের গণতন্ত্রের অপরিহার্য মূল্যবোধ, যা আমরা রক্ষা করে যাব।”

ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআইথ্রী-এর অনুসন্ধানী সিরিজ ‘রিপোর্ট’-এর প্রধান উপস্থাপক রানুচ্চির গাড়িটি রোমের দক্ষিণে পমেজিয়াতে বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশে থাকা যেকোনো ব্যক্তির প্রাণহানির আশঙ্কা ছিল। উদ্বেগের বিষয় হলো, এই বিস্ফোরণে রানুচ্চির মেয়ের কাছাকাছি থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। রানুচ্চির মেয়ে ঘটনার মাত্র কয়েক মিনিট আগে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

সিগফ্রিডো রানুচ্চি দীর্ঘকাল ধরে মাফিয়া এবং সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে রাজনীতিবিদদের সংযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে আনার জন্য সুপরিচিত। তাঁর ধারাবাহিক সাহসী রিপোর্টিংয়ের কারণে তিনি ২০১৪ সাল থেকে পুলিশি নিরাপত্তায় রয়েছেন। এই সপ্তাহের শুরুতে ‘রিপোর্ট’-এর একটি প্রতিবেদনের জন্য দায়ের করা সর্বশেষ মানহানির মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ