৪৭ বছর এফডিসিতে কাটিয়ে গ্রামে ফিরছেন খোরশেদ

প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, ইট-কাঠ, আলো-অন্ধকারের সঙ্গে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু সময়ের নিয়মে তিনি আজ বিদায়ের পথে। এফডিসির কোলাহল ছেড়ে ফিরে যাচ্ছেন গ্রামে।

জীবনের দীর্ঘ ৪৭ বছর এফডিসিকে উৎসর্গ করার পর বর্তমানে এই চলচ্চিত্রকর্মী তিনি শারীরিকভাবে অসুস্থ। এই সময় এসে তার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও শিল্পীরা।

এই মানবিক উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খানসহ আরও অনেকে।

এদিকে খোরশেদ আলমকে নিজ বাড়িতে ফেরত পাঠানোর উদ্যোগ নেন চলচ্চিত্র সাংবাদিকরা। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার বিকেলে এফডিসিতে তাকে বিদায় সংবর্ধনার আযোজন করা হয়।

এ আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক।

প্রসঙ্গত, এর আগে এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকে একইভাবে বিদায় দেওয়া হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ