৪০ মিটার উঁচু গাছে বাস করেন তারা

এলাকাতে তাদেরকে সবাই কাঠবিড়াল মানুষ নামে চেনে। কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত বিশ্বখ্যাত পর্বতমালার গাছপালা পুনর্জীবন দেওয়ার কাজ করেন তারা।

তুরস্কের এজিয়ান প্রদেশের ছাঁটাই কর্মীরা ৪০ মিটার লম্বা গাছের উচ্চতাকে চ্যালেঞ্জ করে যাতে চারা গাছগুলো সূর্যের আলো গ্রহণ করতে পারে। খবর হুরিয়াত।

তুরস্কের হুরিয়াত সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম তার ইনভার কেটিন। তিনি ২৮ বছর ধরে গাছ ছাঁটাই করে জীবিকা নির্বাহ করছেন।

তিনি বলেন, এই অঞ্চলের প্রায় ৫০০টি গাছ পরিকল্পনা অনুযায়ী ছাঁটাই করা হবে।

তুরস্কতে ১২ জন লোক এই কাজ করছে উল্লেখ করে কেটিন বলেন, আমি শুরুতে ভয় পেয়েছিলাম। অভ্যস্ত হওয়ার পরে, এখন আমি উপরে নয়, মাটিতে থাকতে ভয় পাই।

তিনি আরও বলেন, তারা অনেক যুবকদের প্রশিক্ষণ দিয়েছে। তবে তারা থাকেনি, কারণ চাকরির জন্য বেতন মাত্র ১৫ হাজার থেকে ২০ হাজার তুর্কি লিরা। যার কারণে তরুণরা এই কাজের প্রতি গুরুত্ব দেয় না।

বালিকেসির বনায়নের আঞ্চলিক পরিচালক কামাল কায়রানও যোগ্য কর্মীদের অভাবের কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ