২৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন মা

শ্রীপুরে ২৬ বছর পর মায়ের কোলে ফিরে এলো হারিয়ে যাওয়া কলেজপড়ুয়া মেধাবী ছাত্র আসাদুজ্জামান। ফিরে আসার খবরে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। দীর্ঘদিন পর একমাত্র ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন তার মা।

আশরাফুজ্জামান (৫০) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদির আকন্দের ছেলে। তিনি ১৯৯৭ সালে ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে নিখোঁজ হন।

আসাদুজ্জামান মা-বাবার একমাত্র ছেলে। তার ছোট চারটি বোন রয়েছে। ছাত্রজীবনে তিনি ছিলেন মেধাবী।

ফিরে আসা ছেলের মা আনোয়ারা বেগম জানান, আমার ছেলে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজে পড়াশোনা করত। সে খুবই মেধাবী ছাত্র ছিল। ১৯৯৭ সালে সে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়। যতদূর মনে পড়ে একটি পরীক্ষা বাকি থাকতে ছেলে নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সব জায়গায় খোঁজাখোঁজি করেও ছেলের কোনো সন্ধান করতে পারিনি। ছেলেকে আর ফিরে পাব না ভেবে একেবারে হাল ছেড়ে দেয় ওই পরিবারটি।

আনোয়ারা আরও বলেন, আমার প্রতিবেশীর এক আত্মীয় বাড়ি বরিশালে। ওই আত্মীয় কিছুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার হারিয়ে যাওয়া ছেলের ছবি ঘরে টাঙানো দেখে জানতে চায় এটা কার ছবি। তখন আমি আমার হারিয়ে যাওয়া ছেলের ছবি বললে তাকে চেনেন এবং বরিশাল মেহেদীগঞ্জে তাদের এলাকায় থাকেন বলে জানান। এভাবে তার সন্ধান পাই আমরা। পরে আমি আমার মেয়ের জামাতাকে সঙ্গে নিয়ে বরিশালে গিয়ে আমার ছেলেকে চিনতে পেরে গত শুক্রবার বাড়িতে নিয়ে আসি।

রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির বলেন, দীর্ঘ ২৬ বছর পর আসাদুজ্জামান বাড়িতে ফিরে আসার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি নিজেও তাকে তার মায়ের কাছে ফিরে আসতে দেখে আনন্দিত হয়েছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ