১৭৩০০ রুশ সেনা নিহত: ইউক্রেন

ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার ৬০৫ টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সেনা বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়েনি শাফাক ও হিন্দুস্তান টাইমসের  বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর ১৩১ টি বিমান, ১৭২৩টি সেনাসদস্যবাহী গাড়ি, ৫৪ টি এন্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে।

ইউক্রেনের সেনবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫ টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১ টি যান ধ্বংস করা হয়েছে।  এছাড়া রাশিয়ার ৩০৫ টি গোলা, ৯৬ টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে ১১৭৯ জন বেসামরিক নিহত, ১৮৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ