মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজার সেনা নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন পোস্ট সিরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
একজন নিয়োগকারী বিবিসিকে বলেন, ইউক্রেনে নিয়োগ ঠিক সেরকমই যে রকম আমরা লিবিয়াতে নিয়োগ দিয়েছিলাম।
তবে আবেদন করার পরও কেউ সিদ্ধান্ত বদলাতে পারবেন। কাউকে জোর করে যুদ্ধে নেওয়া হবে না বলেও দাবি করেন ওই নিয়োগকারী।
গৃহযুদ্ধের কারণে ইতোমধ্যেই সিরিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গমের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সিরিয়ার গমের বেশির ভাগই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। তাই রাশিয়ার এই অফার তাদের কাছে লোভনীয় মনে হতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে জানিয়েছে।
রাশিয়া দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ান সরকারকে সমর্থন করেছে এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ দাবি করেছে যে সিরিয়ার সৈন্যরা সেই সুবিধা ফিরিয়ে দিতে চায়।