১৩ ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মজনু মিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সকালে কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক মজনু মিয়া বলেন, উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায় শুক্রবার বিকালে সর্বসম্মতিক্রমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এ মুহূর্তে দলকে শক্তিশালী করা প্রয়োজন। নতুন নেতৃত্ব তুলে আনতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার ১৩টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ