কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে পৌর আওয়ামী লীগ নেতা সাইফউদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাত-পা বাঁধা ছিল।
কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকায় হোটেল সানমুনের ১০৮ নম্বর কক্ষ থেকে সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাঈফ পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে সোমবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সাইফউদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খুনিদের ধরতে পুলিশ কাজ করছে। যদিও এখনো কে বাবা কারা তাকে হত্যা করেছে, সেটি জানতে পারেনি পুলিশ।