হাজী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জিএম কিবরিয়ার শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট:ইটালির রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব এবং রোমের মক্কী মসজিদের সহ-সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে মক্কী মসজিদের সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইতালিতে বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতা জিএম কিবরিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় জনাব জি এম কিবরিয়া হাজী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে মরহুম আব্দুর রাজ্জাক ছিলেন অমায়িক, গণমানুষের কাছের মানুষ। তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় আমরা ইতালির সমাজ ব্যবস্থায় একজন যোগ্য পুরুষকে হারালাম। তার মৃত্যুতে এই সমাজে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হবার নয়। রোমের অন্যতম সেরা মসজিদ মক্কি মসজিদের উন্নয়নে এবং তা পরিচালনার ক্ষেত্রে মহরম আব্দুর রাজ্জাকের ভূমিকা ছিল অনস্বীকার্য।

নোয়াখালীর কৃতি সন্তান হাজী আব্দুর রাজ্জাক ইতালিতে আসার পর থেকে তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করেন। ব্যবসা, রাজনীতি, ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি খেলাধুলার প্রতিও ছিলেন অনুরাগী।
হাজী আব্দুর রাজ্জাক জাতীয় ঈদ উদযাপন পরিষদের আহবায়ক হিসেবে রোমে খোলা মাঠে ঈদ জামাতের আয়োজনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি, জাতীয় ক্রীড়া সংশয় দলের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও ইতালি বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনাব কিবরিয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। মরহুম আব্দুর রাজ্জাক রোববার রাত দশটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মেট্রো কালে তিনি স্ত্রী সন্তানসহ গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জি এম কি কিবরিয়া। কখন কোথায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ