ডেস্ক রিপোর্ট:শরীয়তপুরের কৃতি সন্তান হাজী মোহাম্মদ হারুন সরদার শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইতালী আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন,
নড়িয়া উপজেলার নলতা নিবাসী হাজী মোঃ সাহাজ উদ্দিন সরদারের ছেলে হাজী মোহাম্মদ হারুন সরদার অত্যন্ত ভদ্র শান্ত ও নিরহ প্রকৃতির মানুষ ছিলেন। তার মৃত্যুতে নরিয়াতে শোকের ছায়া নেমে আসে । মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মরহুম হারুন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান সমবেদনা। তিনি মরহুমের বেহেস্ত নসিব প্রত্যাশা করেন। এদিকে হারুন সরদারের মৃত্যুর খবর রোমে ছড়িয়ে পড়লে শরীয়তপুরের নড়িয়া বাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
