হজের তিন প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা

ন্যূনতম চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার নতুনসহ পবিত্র হজব্রত পালনে সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, বিমান ভাড়া কমায় হাজিদের এবার (২০২৬ সাল) কিছুটা সাশ্রয় হবে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়।

গতবার সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজ-১-এ খরচ হয়েছিল চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। এবার তা প্যাকেজ-৩ নামে হয়েছে চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ হিসাবে খরচ কমছে ১১ হাজার ৭৫ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, প্যাকেজ-৩ সরকারি মাধ্যমে নতুন সংযোজন। এর অধীনে হজযাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়ায় এবং মদিনার মারকাজিয়া এলাকার বাইরে। এক কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন। মিনায় জোন-৫-এ তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটেগরির সেবাসহ মোয়াল্লেম খাবার সরবরাহ করবেন। হারাম শরিফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতে এসি বাস থাকবে। সর্বোচ্চ হজযাত্রী পাঠানো ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার নাগরিকদের বহু বছর ধরে আজিজিয়া এলাকায় রাখা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধনের কার্যক্রম আগামী ১২ অক্টোবরের মধ্যে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে শেষ করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্যাকেজের অর্থ পরিশোধ করতে হবে।

আগামী ৯ নভেম্বর সৌদি সরকারের সঙ্গে চুক্তি হবে। পরে ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি হবে। ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু এবং ১৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।

সরকারি প্যাকেজ-১-এ খরচ ধরা হয়েছে ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এ প্যাকেজে হারাম শরিফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটার এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা থাকবে। অ্যাটাচড বাথরুমসহ এক কক্ষে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবেন। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি+’ ক্যাটেগরির সেবাসহ মোয়াল্লেম খাবার সরবরাহ করবেন।

সরকারি প্যাকেজ-২-এ খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, গতবার যা ছিল পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০। প্যাকেজের অধীনে হারাম শরিফের বহিরাঙ্গনে ১.২ থেকে ১.৮ কিলোমিটার এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় থাকবে আবাসন। অ্যাটাচড বাথরুমসহ এক কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটেগরির সেবাসহ খাবার সরবরাহ করবেন মোয়াল্লেম।

হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানের সময় সাধারণত ৩৫-৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে তা ২২-৩০ দিন হবে।

তিনটির বাইরে হজ এজেন্সির জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করেছে সরকার। এতে খরচ ধরা হয়েছে পাঁচ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তবে তারা এর অধীনে দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। গতবার এ প্যাকেজ ছিল চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রত্যেক হজযাত্রীর খাবারবাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় হতে পারে। এ হিসাব অনুসারে প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার কিনতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, এবার বিমান ভাড়া কমানো হয়েছে। তবে সৌদি সরকার স্বাস্থ্য বীমা বাড়িয়ে ১৩০ রিয়াল (চার হাজার ২৭০ টাকা) করেছে। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্ল্যাটফর্মে ‘দমে শোকর’ বাবদ ৭২০ রিয়াল (২৩ হাজার ৬৫২ টাকা) জমা বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, এ বছর প্রথমবারের মতো ‘দমে শোকর’ বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া রিয়ালের বিনিময় হারও বেড়েছে। গতবার সৌদি রিয়াল ছিল ৩২.৫০ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৩২.৮৫ টাকা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ