স্বাস্থ্য সনদের জন্য ঘুস দাবি, না পেয়ে মারধর

ফরিদপুরে স্বাস্থ্য সনদ নিতে গিয়ে ঘুস না দেওয়ায় এক ব্যাংক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সিভিল সার্জন কার্যালয়ের এক কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান অফিসে ছিলেন না। এ ঘটনায় লাঞ্ছনার শিকার ওই ব্যাংকার সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, লাঞ্ছিত হওয়া ব্যাংক কর্মকর্তা মো. মেহেদী হাসান (৩০)। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁ গ্রামের বাসিন্দা। তিনি একটি ব্যাংকে ডেপুটি জুনিয়র অফিসার পদে সদ্য চাকরি পেয়েছেন। আর ব্যাংক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযুক্ত মো. সাকিব হোসেন সৌরভ ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

ব্যাংক কর্মকর্তা মো. মেহেদী হাসান অভিযোগ করে বলেন, চাকরিতে যোগদানের জন্য স্বাস্থ্য সনদের প্রয়োজন। আমি সদ্য পরীক্ষা করা সিবিসি, আরবি, ব্লাড গ্রুপ, এইচআইভি, এইচবিএস, ডোপটেস্ট, এক্সরে ও ইসিজি প্রতিবেদন নিয়ে সোমবার দুপুরের দিকে সিভিল সার্জনের অফিসে যাই। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব হোসেনের কাছে পরীক্ষার প্রতিবেদনগুলো জমা দিই এবং আমার একটি স্বাস্থ্য সনদ করে দেওয়ার জন্য অনুরোধ করি।

তিনি আমাকে মঙ্গলবার বিকালের দিকে সনদ নিতে যাওয়ার জন্য বলেন। তার কথামতো সনদ আনতে গেলে সাকিব হোসেন আমার কাছে স্বাস্থ্য সনদের জন্য এক হাজার টাকা ঘুস দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি পরবর্তী সময় ৫০০ টাকা দিতে বলেন। আমি এ টাকা দিতে রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে বের করে দেন। আমি এ বিষয়ে পরে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করি।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিব হোসেন বলেন, আমি কোনো টাকা চাইনি। দুটি টেস্ট বেসরকারি ক্লিনিক থেকে করা ছিল। সেটি অফিশিয়ালি না নেওয়ায় তিনি উল্টো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

এ প্রসঙ্গে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, ব্যাংক কর্মকর্তা ও অভিযোগকারী মো. মেহেদী হাসানের লিখিত অভিযোগ পেয়েছি। এর তদন্ত করা হবে। তাতে যদি সাকিবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ