ডেস্ক রিপোর্ট: ইতালির জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বদেশ বিদেশ আরো সমৃদ্ধ হচ্ছে। এবার যুক্ত হলেন, প্রতিথযশা প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক
একে জামান, কলাম লেখক আবুল বাশার মীর মালত এবং নাফিসা আক্তার। প্রবীণ সাংবাদিক লুৎফর রহমান
স্বদেশ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, সিনিয়র সাংবাদিক একে জামান উপদেষ্টা সম্পাদক, আবুল বাশার মীর
মালত সহকারি সম্পাদক এবং নাফিস আক্তার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। স্বদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন তাদেরকে স্ব স্ব পদে সম্মানিত করেছেন।
চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেছেন, এই গুণী ব্যক্তিদের নেতৃত্বে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং গঠনমূলক লেখা ফিচার এবং রিপোর্টারদের পরিচালনা করার অপার সুযোগ পাবো। তিনি সকলকে স্বাগত জানিয়েছেন।
