স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ভাইকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায়  এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

এজাহারে বলা হয়, স্ত্রীর সঙ্গে ছোট ভাই সাগর সরকার শাওনের পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গোবরের ডিবির নিচে পুঁতে রাখে।

এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ