স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

কুমিল্লার মুরাদনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন সাজু (৩৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সাজু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার সহেশ্বর পাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক সাজু ভুক্তভোগীসহ ১০-১২ জন শিক্ষার্থীকে সরমাকান্দা এলাকার একটি ভাড়া বাড়িতে প্রাইভেট পড়াতেন। পড়ালেখায় ওই ছাত্রী অনেক পিছিয়ে আছে- এই কথা বলে ২১ অক্টোবর (শুক্রবার) বন্ধের দিনও প্রাইভেট পড়তে আসতে বলেন সাজু।

ওই দিন বিকালে প্রাইভেট পড়তে এলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন সাজু।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শিক্ষক সাজুকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ