সেলিম যুগের অবসান, সিপিবির নেতৃত্বে শাহ আলম ও রুহিন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দলটির নতুন সভাপতি হয়েছেন শাহ আলম, যিনি আগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, যিনি আগের কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চার দিন গোপন ব্যালটে কেন্দ্রীয় ও কন্ট্রোল কমিটির নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।

আজ (শুক্রবার) সকাল ১০টায় বৈঠকে বসেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। ওই বৈঠক থেকেই নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঠিক করা হয়েছে।

নতুন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বলেন, সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য ভোটাভুটি হয়েছে।

টানা দুই মেয়াদে সিপিবির সভাপতির দায়িত্ব পালন করে আসা মুজাহিদুল ইসলাম সেলিমকে এবার শীর্ষ পদটি হারাতে হয়েছে। তিনি এবার শুধু সদস্য হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটিতে থাকছেন।

সিপিবির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভায় কমরেড মোহাম্মদ শাহ আলম সভাপতি, কমরেড রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক এবং কমরেড মিহির ঘোষ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছয় সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯।

সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন- কমরেড শামসুজ্জামান সেলিম, কমরেড শাহীন রহমান ও কমরেড অধ্যাপক এএন রাশেদা।

নতুন নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব, রুহিন হোসেন, জলি তালুকদার, এমএম আকাশ, মৃণাল চৌধুরী, মণ্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, এমদাদুল হক, মনিরা বেগম, ডা. ফজলুর রহমান, সোহেল আহমেদ, মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, এসএ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, আনোয়ার হোসেন, আবিদ হোসেন, আইনুন নাহার সিদ্দিকা, মহসিন রেজা, মোতালেব মোল্লা, নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামছুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার, কাবেরী গায়েন, এএন রাশেদা, লুনা নূর, আসলাম খান, মানবেন্দ্র দেব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ