সেভেরোদনেৎস্কে রুশ হামলায় ১৫০০ জন নিহত

ইউক্রেনের সেভেরোদনেৎস্কে রুশ হামলায় এ পর্যন্ত এক হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন সেখানকার মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

বৃহস্পতিবার সেভেরোদনেৎস্কের মেয়র এ দাবি করেন। খবর আলজাজিরার।

মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, শহরটিতে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো আছেন। যেখানে রুশ সেনাদের হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

দোনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেভেরোদনেৎস্ক দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সেনা প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

উল্লেখ্য, রাশিয়ান সেনারা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ