দেশের প্রথিতযশা কোচ নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, আমাদের এখন থেকেই সাকিব আল হাসানের নির্ভরতা কমাতে হবে। যখন সাকিব থাকবে না তাকে ছাড়াই আমাদের খেলতে হবে।
দেশের এই জনপ্রিয় কোচ বলেন, একজন খেলোয়াড় অনেক কারণেই দলে নাও থাকতে পারে। আর ২-৩ বছর পর অবসরের সময়ও চলে আসবে। আমরা কীভাবে সাকিব ছাড়া খেলব তা এখনই ভাবতে হবে। হঠাৎ করে সাকিবকে যখন পাব না, তখন কী করব? এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, সাকিবের বিকল্প পাওয়া সহজ নয়। একইসাথে ব্যাটিং ও বোলিং দুটিতেই সমানভাবে কার্যকরী খেলোয়াড় পাওয়া বিশ্ব ক্রিকেটে অনেক কঠিন। তাই সাকিবের বিকল্প পাওয়া প্রায় অসম্ভব। আমরা এমন কাউকে দেখছি না যে ওর জায়গা নিতে পারবে। তবে ওর অবর্তমানেও খেলতে হবে এটাও মাথায় রাখতে হবে। আমাদের কার্যকরী অলরাউন্ডার গড়ে তুলতে হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে পারিবারিক সমস্যার কারণে টেস্ট সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম টেস্ট সিরিজেও সাকিবের খেলা নিয়ে অনিয়শ্চতা দেখা গেছে।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, জানি না সাকিবের পরিবারের অবস্থা এখন কেমন। পারিবারিক সমস্যা না থাকলে আমি অবশ্যই চাই সে শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে খেলুক। অনেক দিন খেলার বাইরে থেকে যাচ্ছে, এটা ওর জন্য এবং দলের জন্য ভালো না। পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারলেই ভালো হবে। সুযোগ থাকলে ওর অবশ্যই খেলা উচিত।
সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে বাংলাদেশে আসবে লংকান ক্রিকেট দলটি। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৩ মে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।