কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এই মহুর্তে দেশে পর্যাপ্ত সারের মজুত আছে; কোনো সংকট হবে না। সারের দাম এখনো বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। দাম বাড়ানোর কোনো উদ্দেশ্যও নেই, তবে সরকার উভয় সংকটে।’
সচিবালয়ে সোমবার দেশের সার পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। সারের ভর্তুকি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বছর সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে, তাতে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।’
তিনি জানান, সারের দাম বেড়ে যাওয়ায় ২০২১-২২ অর্থবছরে এ খাতে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ২০২০-২১ অর্থবছরে ভর্তুকির পরিমাণ ছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা।