ইউক্রেনে রুশ অভিযানের দ্বিতীয় সপ্তাহ চলছে। এরই মধ্যে শোনা যাচ্ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সামরিক আইন জারি করতে যাচ্ছেন। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পুতিন। সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে শনিবার জানিয়েছেন তিনি।
রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেমে হামলা হলেই…..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।
টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পুতিন আরও বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।
এদিকে শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’।
ক্রেমলিন আরও বলেছে, বিচ্ছিন্ন করে রাখার তুলনায় রাশিয়া অনেক বড়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।