সাবেক এমপি রনির বাড়ির মালামাল নিলামে

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি নেতা গোলাম মাওলা রনির গলাচিপা উপজেলার উলানিয়া বাজারের উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (২০ জুলাই) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় এর সর্বোচ্চ দাম উঠে দুই লাখ ৬৫ হাজার টাকা।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, সরকারি সম্পত্তিতে অবৈধভাবে বানানো স্থাপনার ভেঙে ফেলা বাড়ির ইট এবং রড স্পট নিলাম দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে দুই লাখ ৬৫ হাজার টাকায় আবদুল জলিল নামে এক ব্যক্তি এসব মালামাল কিনে নেন৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সরকারি জমি ইজারা নিয়ে ইজারা নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দিভিটার জমিতে পাকা দ্বিতল বাড়ি নির্মাণের দায়ে সাবেক এই সংসদ সদস্যের বসতবাড়ি উচ্ছেদ করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ