সাধারণ নাগরিকদের সরাতে রাজি রাশিয়া ও ইউক্রেন

সাধারণ নাগরিকদের সুরক্ষিত জায়গায় পাঠাতে ‘মানবিক করিডর’ তৈরি করতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। আর তা করার জন্য সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলতেও একমত হয়েছে দুই দেশ। তবে সার্বিকভাবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কোনও রফাসূত্র বেরোয়নি। দ্রুত তৃতীয় পর্যায়ের বৈঠকে বসবে দুই দেশ। বৃহস্পতিবার আলোচনা শেষে ইউক্রেনের প্রতিনিধিদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি।

পুতিনের সাথে ‘সরাসরি আলোচনার’ কথা বলতে চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এ যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তার সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা।

এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি আগে বলেন, ‘আমার সঙ্গে বসুন, তবে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রঁর মত ৩০ মিটার দূরে নয়’ – গত মাসে এক লম্বা টেবিলের দু’প্রান্তে বসে দুই নেতার বৈঠকের প্রতি ইঙ্গিত করে বলেন তিনি।

জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি তাকে যুদ্ধবিমান পাঠানোরও আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এর পর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ