সাগর-রুনী হত্যার এক দশক, ডিআরইউ’র মোমবাতি প্রজ্বলন

সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার এক দশকেও বিচার না হওয়ার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি প্রথম দিন মোমবাতি প্রজ্বলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সেগুনবাগিচায় ডিআরইউয়ের সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার এক দশক উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে সংগঠনটি।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সাগর-রুনীর সন্তান মেঘ, সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, অর্থ সম্পাদক এস এম এ কালামসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটিসহ অন্য সদস্যরা।
এক দশকে হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু। তিনি বলেন, ১০ বছরের একটি মামলার সময় ৮৫ বার পেছানো হয়েছে। এটা খুবই দুঃখজনক, জাতি হিসেবে এটা মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত এ হত্যার বিচার চাই।
এদিকে এক দশক পেরিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত হত্যাকারীদের এখনো শনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নির্মম এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার। প্রিয় দুই সদস্য হত্যার বিচারের দাবিতে এবারও ডিআরইউ তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচিগুলো হলো বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বলন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজে স্মারকলিপি পেশ।
এর আগে ১১ ফেব্রুয়ারি ২০১২ সালে আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী নির্মমভাবে খুন হন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ