‘সাকিবের বিকল্প পাওয়া খুব কঠিন’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে এখনো শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। বল হাতে ১০ ওভারে মাত্র ৩৬ রান খরচ করে ভারতের তারকা ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান সাকিব।

সাকিব আর পেসার এবাদত হোসেনের বোলিং তোপের মুখে পড়ে ব্যাটিংয়ে শক্তিশালী দল ভরত অলআউট হয় ১৮৬ রানে। টার্গেট তাড়ায় দলের জয়ে তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেন সাকিব। ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব।

সাকিবের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, দিন শেষে সাকিব অবিশ্বাস্য। আমি দক্ষিণ আফ্রিকায় অনেক দিন কোচিং করিয়েছি। জ্যাক ক্যালিস অবসর নেওয়ার আট বছর পরও আমার মনে হয় তারা ওরকম বিকল্প খুঁজছে। তারা নিশ্চিত হতে পারছে ছয় ব্যাটার খেলাবে নাকি সাত। অতিরিক্ত বোলার খেলাবে নাকি ব্যাটার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ