ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল না পেলেও মন মেজাজে দারুণ উৎফুল্ল দেখাচ্ছে সাকিব আল হাসানকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফর্মে আছেন তিনি। যোগ্য নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে ফাইনালে নিয়ে গেছেন সবার আগেই।
টানা পাঁচবার ম্যাচসেরা হয়ে করেছেন বিশ্বরেকর্ডও। বিপিএলে সাকিবের এত ভালো খেলার রহস্য কী?
তার গুরু নাজমুল আবেদিন ফাহিমের বিশ্লেষণ, মন ভালো থাকায় এমন দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। এটিই তার বিপিএলে ভালো খেলার রহস্য।
বিশ্বসেরা অলরাউন্ডারের ছন্দে থাকার বিষয়ে বুধবার বরিশালের ব্যাটিং পরামর্শক ফাহিম বলেন, ‘সাকিব মনে হয় সবসময় সিরিয়াস থাকে। সে ভালো খেলছে। যে কোনো শিল্পীর যখন মন ভালো থাকে, তখন ভালো ছবি আঁকে। সাকিবের বেলায়ও তাই হচ্ছে। সে ভালো খেলছে।
তবে ফর্মে না থাকলে সাকিব কি সিরিয়াস থাকেন সেই সময়?
ফাহিমের জবাব, ‘সাকিব মনে হয় সবসময় সিরিয়াস। আপনি যখন নিয়মিত পারফর্ম করতে পারবেন। সেটি আপনাকে দারুণভাবে মোটিভেট করে— ইনভলভ থাকতে, চিন্তা করতে। সে বিপিএলটা উপভোগ করছে।’
বিপিএলে ভালো খেলছে বলেই কি উপভোগের কথা বলা হচ্ছে।
জবাবে ফাহিম বলেন, ‘না, মাঠের মধ্যে সাকিবের চলাফেরা, ভাব-ভঙ্গি ও শরীরি অভিব্যক্তি দেখে বোঝা যায় সে খেলাটা খুব এনজয় করছে। সেটিই সবচেয়ে বড় পরিবর্তন। ওর এনজয়মেন্টটা ওকে আরও উপরে উঠাচ্ছে। সাকিব যেটা নিজে থেকে চেষ্টা করেছে সেটা ধরে রাখাই এখন গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, গত ওয়ানডে বিশ্বকাপের সেই সাকিবকে যেন বিপিএলের মাঠে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। তার ব্যাট কথা বলছে, বোলিংও দুর্দান্ত হচ্ছে । ফাইনালের আগে ব্যাট ও বল হাতে সাকিব এখন পর্যন্ত বিপিএলের সেরা অলরাউন্ডার। ২৭৭ রানের পাশাপাশি তার ঝুলিতে জমা পড়েছে ১৫ উইকেট।