সাকিবকে রেখেই টেস্ট ও ওয়ানডের দল ঘোষণা

শেষ হতে চলেছে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মার্চ। এরপরই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য উড়াল দেবে বাংলাদেশ দল। ওই সিরিজে ওয়ানডের পাশাপাশি টেস্ট ম্যাচও অনুষ্ঠিত হবে। যার জন্য বৃহস্পতিবার (৩ মার্চ) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিবকে নিয়ে নাটকীয়তা থাকলেও দুই ফরম্যাটের স্কোয়াডেই রয়েছেন তিনি। যথারীতি ওয়ানডে দলের নেতৃত্বভার তামিম ইকবালের কাঁধে। অভিজাত ফরম্যাটে অধিনায়ক হিসেবে থাকছেন মুমিনুল হকই।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ