সাকিবকে ক্ষমা চাইতে বললেন সাংবাদিক

ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার আম্পায়ারদের ‘পক্ষপাত দুষ্ট’ আচরণে হতাশ হন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ম্যাচের দুই দক্ষিণ আফ্রিকান আম্পায়ার নিজ দেশের পক্ষপাতিত্ব করেছেন ইঙ্গিত করে টুইট করেন সাকিব।

আর সাকিবের সেই টুইটের জেরে এ বাংলাদেশি তারকা অলরাউন্ডারকেই ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ ‘আম্পায়াররাও মানুষ’ শিরোনামে একটি কলাম লিখেছেন দক্ষিণ সেই সাংবাদিক।

এর পেছনে যুক্তিও দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন,‘সাকিবের ভালোভাবেই জানা উচিত, ম্যাচে ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। যার ৪টি গেছে তাদের (বাংলাদেশের) পক্ষে। এজন্য এরাসমাস এবং হোল্ডস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি যে ভয়ংকর ইতিহাস আছে, তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না।’

উল্লেখ্য, ডারবান টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকান দুই আম্পায়ার মারাই এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টক। আর ম্যাচে এই দুই আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বির্তক চলছেই।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভার পর্যন্ত এলবিডব্লিউর রিভিউয়ে চারটি আম্পায়ারস কল হয়েছে, এর তিনটিই বিপক্ষে গেছে বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেটের দুটিই বাংলাদেশ পেয়েছে রিভিউ নিয়ে, তবে রিভিউ নিলে বাংলাদেশ পেতে পারত অন্তত আরেকটি উইকেট।

ডিন এলগারের উইকেটটি বাংলাদেশ পেয়েছে রিভিউ নিয়ে। এলগারের উইকেট শিকারের পরপরই নিজের অফিসিয়াল টুইটারে সাকিব লেখেন- বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই করোনা পরিস্থিতির অবস্থা ঠিকঠাক বলে আমার মনে হয়, আইসিসির উচিত এখন নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনা।

আম্পায়ারিং নিয়ে প্রশ্ন সাকিব একাই তুলেননি; টাইগারদের  টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মন্তব্য করেছেন এ বিষয়ে।

তিনি বলেছিলেন, আম্পায়ারিংটা ঠিক থাকলে বাংলাদেশের লক্ষ্য ২৭৪ এর পরিবর্তে ১৮০ হতে পারত। আর সেটা হলে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের মনোভাবটাও অন্যরকম হতে পারত।

কিন্তু কলামে টেলফোর্ড এই বিষয়টি সামনেই আনেননি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ