ডেস্ক রিপোর্ট: ইটালির সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার ইতালি প্রতিনিধি এবং ইতালির সাংবাদিক পরিবারের অন্যতম সদস্য হাসান মাহমুদ বাংলাদেশে ঈদুল আযহা উদযাপন শেষে ইতাল ফিরছেন আজ রোববার। সঙ্গে তার সহধর্মীনিও রয়েছেন।
বাংলাদেশ সফরকালে তিনি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ সিনিয়র সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টারস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু সাথে প্রবাসী সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। রোমে এসে তিনি রোম প্রবাসী সাংবাদিকদের সাথে এক বৈঠকে মিলিত হবেন বলেও জানা গেছে।
ইতালির সাংবাদিক পরিবারের পক্ষ থেকে এনটিভির ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদকে স্বাগত জানিয়েছেন।