ডেস্ক রিপোর্টঃ ইতালির সাংবাদিক পরিবারের সদস্য, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ রোববার সন্ধ্যায় রোমের ফিউমিচিনু বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে পৌঁছালে এটিএন বাংলা ইতালি প্রতিনিধি হাসান মাহমুদকে সাংবাদিক পরিবারের পক্ষ থেকে মোঃ আফজাল হোসেন রোমানের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ইতালি প্রতিনিধি মেহেনাস তাব্বাসুম শেলি, সাংবাদিক মালিক মঞ্জুর, সময় টিভির ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদ ও জামিল আহমেদ। এসময় সাংবাদিক হাসান মাহমুদের সহধর্মিণী ফাতেমা বেগমও উপস্থিত ছিলেন।
সাংবাদিক হাসান মাহমুদ বাংলাদেশের সাংবাদিকদের সাথে সাক্ষাতের বিষয়গুলো তুলে ধরে বলেন, “প্রবাসী সাংবাদিকদের দক্ষতা এবং মান উন্নয়নের জন্য কর্মশালার আয়োজন করতে হবে।” তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরতে হবে।” তিনি বস্তনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন৷
তিনি আরও বলেন, “ইতালি প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
খুব শীগ্রই স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।