সত্তরের দশকের প্রেমের গল্পে নিদ্রা নেহা

বেশ বিরতির পর নতুন অভিনয়ের খবর দিলেন মডেল ও অভিনেত্রী নিদ্রা দে নেহা। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘কালো বিড়াল’ নামের এক সিনেমার শুটিং। সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সোহরাব হোসেন উল্লাস।

নির্মাতা সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, কালো মানেই যে অশুভ, তা নয়। নিদ্রা নেহা বলেন, ‘নির্মাতার কাছ থেকে সিনেমার নাম শুনেই আগ্রহ তৈরি হয়। চিত্রনাট্য পড়ার পর মনে হয়, দারুণ একটি কাজ হতে চলেছে। কালো বিড়াল নাম শুনে অনেকের মনে নেতিবাচক ধারণা আসতে পারে। কিন্তু এখানে সাদা-কালোর কোনো বিষয় নয়, আছে গভীর বার্তা। সিনেমায় আমাকে দেখা যাবে দেবী নামের চরিত্রে।’

নির্মাতা জানান, শুটিং শেষে এখন চলছে সিনেমা সম্পাদনার কাজ। এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নিদ্রা নেহা ছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন জিলানি, মাগফুরুল ইসলাম বিদ্যুৎ, রহিমসহ অনেকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ