ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ এসোসিয়েশন, ইতালির সাধারণ সম্পাদক, সিলেটের কৃতি সন্তান জামিল উদ্দিন আমেরিকার উদ্দেশ্যে আজ সকাল দশটায় ইতালি ত্যাগ করেছেন। জাতিসংঘের অধিবেশনে যোগ
দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আমেরিকায় রয়েছেন। স্থানীয় আওয়ামীলীগ সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে। বর্ণাঢ্য ওই নাগরিক সংবর্ধনায় যোগ দিতেই ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিনের আমেরিকা যাত্রা। বুধবার সকালে বিমানবন্দরে তাকে বিদায় জানান জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ।জামিল উদ্দিন স্বদেশ বিদেশকে জানান, মূলত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যোগ দিতেই তিনি যাচ্ছেন। পাশাপাশি সেখানে বসবাসরত আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথেও তার সাক্ষাৎ হবার কথা রয়েছে।
