শেখ সেলিমের সাথে ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

ঢাকা অফিস: সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শেখ ফজলুল করিম সেলিম এমপির সাথে ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দেখা করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইতালী আওয়ামী লীগ নেতা ফজলুল হক ভুট্টো।
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রবাসের দলের অবস্থান তুলে ধরেন এবং সার্বিক পরিস্থিতি তাকে অবহিত করেন। সাবেক এই মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বড় সম্পদ। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের বড় ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ সেলিম প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শেখ সেলিম এমপি যুবলীগের অভিষেক অনুষ্ঠানে ইতালি আসার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে ইতালি ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ