শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

শাহবাগে ইনকিলাব মঞ্চের সমাবেশের পাশ থেকে খেলনা পিস্তলসহ একজন যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভরত জনতা অস্ত্র সন্দেহে ওই যুবককে ধরেন, পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মানসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আধ ঘণ্টা আগে একজনকে আমরা আটক করেছি। নাম আরাফাত জামান। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে যে পিস্তলটি পাওয়া গেছে, তা খেলনা পিস্তল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আরাফাত রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকার বাসিন্দা।

জানা যায়, ইনকিলাব মঞ্চের সমাবেশ চলাকালে আটক যুবককে সন্দেহজনক চলাফেরা করতে দেখে রাত ৮টার দিকে তাকে আটক করে বিক্ষোভকারীরা। পরে তল্লাশি চালিয়ে তার কাছে একটি গুলিসহ পিস্তল পাওয়া যায়।

পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। পুলিশ তাকে আটক করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ